বুধবার ১৩ আগস্ট ২০২৫ - ২০:০৭
‘গ্রেটার ইসরায়েল’ ধারণায় অটল সমর্থন জানালেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি চ্যানেল i24–কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, তিনি নিজেকে একটি “ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনের” অংশ হিসেবে মনে করেন। তাঁর মতে, “গ্রেটার ইসরায়েল” প্রতিষ্ঠা ইহুদি জনগণের জন্য একটি “প্রজন্মের মিশন”।

হাওজা নিউজ এজেন্সি: সরাসরি প্রশ্নে তিনি স্বীকার করেন যে, তিনি এই ধারণার সঙ্গে গভীরভাবে একমত এবং এর বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, “গ্রেটার ইসরায়েল” বলতে নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত একটি সম্প্রসারিত রাষ্ট্র বোঝানো হয়, যার আওতায় বর্তমান মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক ও সৌদি আরবের অংশ অন্তর্ভুক্ত। এই ধারণা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উত্তেজনা ও বিতর্কের কারণ হয়ে আছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha